১.

"ভ্রমণ অজ্ঞতার প্রতিষেধক"
বললো মঞ্চে, ট্রেভর নোহা কী সুখে !
অথচ চমৎকার কথাটি শোনার পর,
ভ্রমণহীন এ আমি
           পড়ে গেলাম দারুণ দুঃখে ।

২.

ভুল করে বলে যে অনেকে
তালমুদ ধর্মগ্রন্থে আছে লেখা,
অথচ বলেছিলেন
সপ্তদশ শতাব্দীর কবি ও ধর্মযাজক
জর্জ হার্বাট এ কথা,

"ভালোভাবে বেঁচে থাকাই সর্বোত্তম প্রতিশোধ"।

কথাটির রহস্য গভীর অভিঘাতে
চমকে উঠলাম ভেতরে !
আর হলো প্রমাণিত আবারো যা হয় বারে বারে,
সকল ধর্মেই ছড়িয়ে যে আছে
কত অনন্য জীবনবোধ।

(২৭.১০.২০২৩)