নিস্তব্ধ প্রহরে
রাতের আঁধারে
বিষন্নতার ঘোরে
চেনা-অচেনা সুর বাজে
হৃদয়ের গভীরে ;
তুমি শুনতে কি পাও ?
হয়তো কিছু স্মৃতির পাতাও
খসে পড়ে নির্জনে
প্রাণ জুড়ানো বাতাসের ভ্রমনে ;
আমার এই মনে
এখনো আছে ভালোবাসা,
তবু মাঝে মাঝে সর্বনাশা
স্বপ্নেরা জেগে ওঠে ।
(১৯৯৯)
হে বৃষ্টি ধোয়া পবিত্র রাত
হে শুভ্র চলিষ্ণু মেঘের দল
হে বিশুদ্ধ উদাসী বাতাস
আর কত হা-হুতাশ
আর রক্তক্ষরণের পর
খুঁজে পাবো আমি সুখ
কাঙ্খিত কোনো প্রাপ্তি
অথবা আমার সমাপ্তি ?
(১৩.০৯.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)