স্বপ্নের প্রান্তরে লেগেছে ধর্মের আগুন,
                 সীমানায় স্বঘোষিত প্রহরীর দল;
ওকালতি করছে দাঁড়কাক;

স্বপ্নের কাঁচে আজ শিরীষের দাগ;
     যতই আসুক পলাশ চন্দন বনে ফাগুন,
নিরপেক্ষ রক্ত চন্দন,_ রুদ্রপলাশ,
পৃথিবীর বুকে আর একটিও ফুটবে না;
জীবনের ঘোলাটে জল, আর হবে না স্বচ্ছ;

ছাড়বে না দখল, বিষ বৃক্ষ, লাল কাঁকড়াবিছে,
                        ঐশ্বর্যময় ভাবনার সমুদ্রতট।

(২৮.০১.২০২১)