সন্ধ্যা থেকে রাত
বয়ে গেল সমৃদ্ধ আড্ডার আলাপনে ।
ভালোবাসার নারীটি ছিল বসে
মুগ্ধকর পদ্মাসনে ।
এ দৃশ্যটি কল্পনার করতলে রেখে
নিথর থেকেছি, অথচ ভাবিনি
বর্ণনার শেষে শেষ ঘোষণাটি
সব কিছুকে পুড়িয়ে দেবে ।
পানরত সে ঠোঁটের দৃশ্য থেকে এসে
ঠেসে ধরবে
চারটি অগ্নি দন্ড হৃদয়ের পিন্ডে।
হয়ে উঠবে সেই শৈল্পিক আলাপনের দৃশ্য,
নগ্ন লোলুপ আধুনিকতা ।
ফ্রি লাইফ, ফ্রি স্পিরিট, উচ্চমার্গ স্বাধীনতা।
ধোঁয়া থেকে দেহ নট এট অল আ ইস্যু !
ইটস এ লিটারেচার বোহেমিয়ান ওয়ার্ল্ড !
একঘেয়েমি কাটানো নেই কোনো বাধা
সব জাস্ট ফান!
কোনো মিডল ক্লাস সোশ্যাল ভেলুজ থাকা
ইট'স নট ডান
শিল্প সাহিত্যের পূজারীগণের।
জেগে উঠলো
ছোট মনের এ মধ্যবিত্ত মনে পাথর পাহাড়।
দমবন্ধ বিরাগের মাঝে ঘুম এলো তবু ,
ভুলে যাবো ভেবেছি
অথচ না,
ভোরের পথে নামতেই জেগে উঠলো
সমস্ত অস্তিত্বে এক সমুদ্র কান্নার মতো
অভিমান আর কষ্ট ।
ভালোবাসার নারীর
সেই মিষ্টি হাসির অপূর্ব মুখ
চোখে সবসময়ের মতোন দারুণ অনুভবে
ভেসে ওঠে,
পারিনা, তবুও আর চিনতে ইচ্ছে করে না
ভীষণ ক্ষুরধার কষ্টে ।
আর চাই যে হারিয়ে যেতে
দূর থেকে দূরবর্তী
ফিরে না আসার যে কোনো অচেনা পথে।
(১৯.১০.২০২২)