সময়ের বিপরীতে আমরা সবাই
কখনো কখনো চলে যেতে চাই ।
ভিড় থেকে সরে গিয়ে
একটু আলাদা, একটু উঁচুতে, দাঁড়াতে চাই ।

ঐ চাঁদটাকে, ঐ সুখটাকে, ঐ মুখটাকে
ঐ স্বপ্নকে, দু'হাতেরই মুঠোর মাঝে
পেতে যে চাই ।

প্রচলিত পরিবেশে আমরা কখনো
কখনো যে বড় বিবর্ণ ।
ঘুরে ফিরে একই জীবন একই রকম
আমরা হয়ে পড়ি অবসন্ন ।

মুক্তি পেতে, ভিন্ন স্রোতে, ভিন্ন পথে,
হেঁটে হেঁটে, কল্পনাতে, আমরা সবাই
চলে যেতে চাই ।

হৃদয়ের মাঝে ইচ্ছেগুলো
ঝরিয়ে চলে রক্ত ।
আঁধারে বসা একা মানুষ
কখনো কাঁদে, কখনো নীরব ।

আর যারা ছুঁতে পারে তারাদের
তারা কখনো হয় দিশেহারা ।
খুঁজে পায় কি ? আসলেই যা খুঁজি আমরা ।  

(০৮.০১.২০০১)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)