সময় নেই তার কাউকে ভালোবাসবার
চিহ্ন এঁকে দিতে কারো হৃদয়ের আকাশে।
সে ভালোবাসে স্রষ্টার আকাশ
মুখ রাখে শুধু প্রেমে স্রষ্টার আর বন্ধু বাতাসে ।
সময় নেই তার এত করণীয় কাজের সম্ভার
এক হৃদয়ের প্রতি প্রেমে তাতে খুব বিঘ্ন ঘটে
শত শত বন্ধু থাক, থাক প্রেমময় নানাবিধ ভাব
কখনো পড়ে না তখন সে সময়ের সঙ্কটে ।
সময় নেই তার কী পরিণাম ক্রুর এ কথার
জানে না সে, আনে কারো হৃদয়ে কী যে মৃত্যু গ্লানি
ভাঙবে না জীবনের ছক বহুগামী বন্ধুত্ব শখ
এ নেশাতে তবে অফুরন্ত সময় আছে তার জানি।
সময় নেই তার থাকবে সময় অপার
জেনো হে তোমার কোনো একদিন।
ভালোবেসে আঘাতে গ্লানিতে আজ
ক্ষমাহীন হলো এ হৃদয়
সময় যে তারো থাকবে না জেনো তুমি সেদিন ।
(০৫.০৪.২০২৩)