একা থেকে আরো একা করে দিতে আমাকে
সার্থক হয়েছিল সে রমণী,
ধর্মান্ধ দলের ট্রেডমার্ক আঘাতের মতো
আমার অস্তিত্ব কেটেছিল বারবার
তার শৈল্পিক ছুরি ।
এই শহরে একদিন রাস্তা পার হবার সময়
একমাত্র সন্ধ্যাই শঙ্কিত হয়ে উঠেছিল
আমার অন্যমনস্কতায়,
কেননা একাকীত্বের উপর জ্বালাতে
আদিম আনন্দের আগুন, আমি ছিলাম নিমগ্ন
শুধুমাত্র ঐ রমণীকে বিস্মরণের স্পৃহায়।
ভেঙে পড়ছিলো প্রতিজ্ঞা ক্ষণে ক্ষণে
আর হয়ে উঠছিলাম যেন প্রবল প্রবীণ।
তারুণ্য সবুজ অভিমান, অভিশাপ ও ধিক্কার
আর প্রবল প্রতিরোধের মাঝেও ঈশ্বর
এসে দাঁড়ালেন যেন ঐ রমণীরই সমর্থনে
পৃথিবীসহ সমস্ত মহাকাশ জুড়ে, ক্ষমাহীন ।
করালেন নতজানু আমাকে একাকীত্বের প্রতি
এবং অলঙ্ঘনীয় তাঁর বিধান অনুযায়ী
করালেন পুনরায় সেই একাকীত্বেই আসীন ।

এবং এঁকে দিলেন ললাটে অবাধ্য দাসের মতো
শাস্তিচিহ্ন
প্রদক্ষিন করবে আমার চারদিকে অহংকারে
সর্বত্র এবং সর্বসময়
সেই রমণীর শৈল্পিক ছুরি বিলাসী দিন ।

(১০.০৯.২০২৪)