সহ্য করে নিতাম ঈর্ষায় জ্বলা
অপমান করা
অদক্ষ অকবিদের বিষ বাক্য ।
করে নিতাম সহ্যও
নাগরিক অধিকার হরণের সহস্র বঞ্চনা
এ অমর বাংলাদেশ দিতো সাক্ষ্য ।
সহ্য করে নিতাম জীবন ব্যাপী এই
অনন্ত পরাজয়ের জ্বালা ও যন্ত্রণা ।
যদি তুমি একবার গ্রহন করে নিতে
ঐ বন্ধু সাম্রাজ্যের
মসনদটি পরিত্যাগের মন্ত্রণা ।
নিতে তাদের
প্রশংসা আর চুম্বনের নেশা হতে অব্যাহতি ।
মুসার মতন দ্বিখণ্ডিত করে সমুদ্র
বাঁচাতে যদি তুমি
আমার এ সমগ্র অস্তিত্বে বাস করা
তোমারই উপাসনার জন্য
নমরুদের অত্যাচারের মতো করাল বিরহে
বিলুপ্তপ্রায় প্রেমের এক জাতি।
সহ্য করে নিতাম যে সবই।
(১৬.০২.২০২৩)