কোনো কিছু অজানা থাকে না ।
অজানাকে জানা হলে কখনো কখনো
জল্লাদের খড়গে ছিন্নমস্তার মতো
সৃষ্টি হয় বিভাজন ।

একদিক - তখনও মেতে থাকে তবু
নির্মম নির্বিকার আনন্দে ।

অন্যদিক - সত্তার ভেতরে
দুঃখের অবিরত ক্ষরণ সামলাতে সামলাতে
পরাজয়ের অনুভবে মাখিয়ে  
অভিমানের নানা রঙ  
নীরব হয়ে থাকে বেদনার্ত সানন্দে ।

একদিক - তখনও গ্লানিহীন শিখা হাতে
এগিয়ে চলে আর চায়
অন্যদিক - মস্তক অবনত কাঙাল কোনো
যাদবের মতো শিখে নিক
সহ্য করে নেবার সকল সমীকরণ ।

(২০.০৩.২০২৩)