চা দোকানের ছাপড়ায় ধর্মান্ধের দল ধূর্ত,
অজ্ঞান-বিজ্ঞান গুলে তৃপ্ত চুমুকে বিকৃত ও বিমূর্ত!
শয়তানের আছে স্ট্যান্ডিং ইশারা
গাঁজাখুড়ি তত্ত্বে করবি দিশেহারা
মগজের ধোলাইয়ে জন্ম দিবি উগ্রবাদী স্বদেশ কুপুত্র ।

************

জন্ম থেকে জ্বলছে মাগো পুড়ছে দেশের শরীর
দেশ জননীর দুঃখ দেখেও কোথায় গেলো বীর ?
স্বপ্ন বুকে রাখি
এবং মরতে থাকি
হাস্যরত দুলতে দেখি স্বৈরাচারের শির !


(১৬.০৭.২০২০)
(১২.০৫.২০২১)