বলো, আমরা কোথায় যাবো ?
দল-অন্ধ না থেকে সত্যি করে বলো ?
আমাদের ভাগ্য এ দেশেই অন্তরীণ,
এই লাল সবুজের সীমানার মধ্যেই
আমাদের ঠিকানা ।
কবে কোন আদর্শের আকাশে উড়েছিল
ভীতিহীন আমাদের নাগরিক পাখিরা ?
কোন আদর্শের জমিনে বপন করেছিল কারা
জনতার জন্য অপার সম্মান ও সুখ ?
কোন আদর্শের দিন-রাতে, হেঁটেছি আনন্দে,
ঘুমিয়েছি মিষ্টি স্বপ্নে নিরাপদে ?
লুটপাট আর
অধিকার হরণের অংশীদারীরা ছাড়া,
বলবে কি কেউ বুকে হাত রেখে
ভালো ছিলাম আমরা, ভালো ছিল বাংলাদেশ
কখনো কোনো একটি আদর্শের তলে ?
যারাই এসেছে, যারাই আছে,
সবাই দুঃশাসনের দগদগে চিহ্ন বহন করে !
দয়া করে তুলো না ঐ দল-অন্ধ আঙুল,
সব আদর্শগুলোই আমাদের রাক্ষুসে,
আসনে হলেই আসীন
জনতার রক্ত শোষণ করে ।
(৩১.০৮.২০২৪)