শীতের সন্ধ্যায় কবিতা
- মার্শাল ইফতেখার আহমেদ

শীতের সন্ধ্যার নিঃশব্দ ঘরের মতো
একটি কবিতা লিখতে ইচ্ছে করে ।
ঘুম থেকে জেগে ওঠা সন্ধ্যার
কেমন যেন নিশ্চুপ বিষন্ন মনের মতো
একটি কবিতা লিখতে ইচ্ছে করে ।
শীতের সন্ধ্যায় গ্রীস দেশের দুখী কন্ঠ কোনো
গায়কের হৃদয় ভাঙ্গা গানের মতো
একটি কবিতা লিখতে ইচ্ছে করে।

যে ছিল, যে নেই, তাকে নিয়ে একটি
কালোত্তীর্ণ বেদনার কবিতা লিখতে ইচ্ছে করে।
জীবন যে পথে যেতে পারতো,
অথচ গেলো না, সেই অভিমানে খচিত
একটি অলঙ্কৃত কবিতা লিখতে ইচ্ছে করে ।
শীতের সন্ধ্যার নিঃশব্দ ঘরে
একজন নিঃসঙ্গ মানুষের বন্ধু হবার মতো
রক্ত রাঙা একটি কবিতা লিখতে ইচ্ছে করে।

যে বুঝতে পারতো, ভালোবাসতে পারতো,
অথচ বোঝেনি, ভালোবাসেনি,
তার বিপক্ষ শক্তির মতো একটি
শিল্প সমৃদ্ধ কবিতা লিখতে ইচ্ছে করে ।
এই শীত সন্ধ্যার মাঝে দাঁড়ালে
অহেতুক মন খারাপের মতো
গভীর দুঃখ জেগে ওঠার মতো একটি কবিতা
লিখতে ইচ্ছে করে,
কোনো বিরহে বিপন্ন শৈল্পিক কবির মতো,
শীতের সন্ধ্যায়
কষ্টের কঙ্কাবতী যার অস্তিত্বে হয় প্রবাহিত ।


(১৩.১২.২০২৪)