(ওয়াটস্ অ্যাপে মেসেজ পাঠালাম,
উত্তর দিল...
"অপেক্ষা করুন জনাব
অল্প কাজ বাকি"।
একটু পর কাজ শেষ করে লিখলো....
"শেষ বাংলাদেশ" ।
তখন নীচের লেখাটি এলো আমার মাঝে।)
শেষ বাংলাদেশ।
দিয়েছি সমস্ত তোমাকে
প্রতিটি রক্তের বিন্দু থেকে
প্রতিটি নিঃশ্বাসের আশ্লেষ
আমার যাই ছিল অবশেষ
দিয়েছি তোমাকে
তোমার বেঁচে থাকার জন্যই
করে দিলাম নিজেকে দ্বিধাহীন নিঃশেষ ।
(০২.০৮.২০২২)