শেহেরজাদী,
আসো আবার, হাঁটবে তুমি,
সেই যে প্রভাত তোমার পায়ে
কী মনোহর উঠলো হয়ে,
সেইরকমই প্রভাত পথে ।

দেখতে দেখতে সেদিন যেন
খলিফা আমি ঘোড়সওয়ারী,
অশ্ব খুড়ে ধুলোর মতো উড়ছে স্মৃতি
সেই ক্ষণেরই শুকরিয়াতে।

হাঁটো তুমি শেহেরজাদী,
শের-শায়েরী পদক্ষেপে,
কেউ জানে না তোমার মনে
মতবাদ আর বিশ্লেষণে
ঝরছে জ্ঞানের ঝর্ণা কী যে !
অথচ কিছু ইর্ষাকাতর এবং যারা
প্রেমিক ভ্রমর
তোমার রূপের আকার প্রকার
একনাগাড়ে গেলোই মেপে ।

(০৪.০২.২০২৫)