ধ্বংস করেছো এ হৃদয় বাগদাদ
নিষ্ঠুর শেহেরজাদী ।
সত্যের মতো শরাবে মুগ্ধ করো
তুমি এক মিথ্যেবাদী ।
দুঃখ বেদনার ভারে নতজানু আমার
জীবন নগরী ।
সঙ্গতৃপ্তরা বাজারে ছড়ায় তোমার
গল্পের বাহাদুরী ।
দুঃখ বেদনার শত শত যোদ্ধারা
আমার সীমান্তে,
পরাজিত রাজ্য ঘিরে রাখো কষ্টে
আর কী কারণে ?
হত্যা করেছো আমাদের গল্প
শৈল্পিক দর্শনে ।
যাকে চেয়েছিলে সেই আছে আজ
তোমার আলিঙ্গনে ।
অভিনয় অজুহাত মনে পড়ে কেটে যায়
এক সহস্র রাত্রি ।
স্মৃতির বাগদাদে পুড়িয়ে যাচ্ছি আজো
তোমার প্রতিশ্রুতি ।
বন্ধনহীন শত বন্ধুত্বের তুমি
মহান শেহেরজাদী ।
শোনাবো তোমার এই আরব্য রজনী
সহস্র এক রাত্রি ।
ভালোবেসেছিলাম মিথ্যে ঠোঁটের
আরব্য রজনী,
তোমার চেয়েও বিশ্বাস যোগ্য
নির্লজ্জ অপ্সরী ।
ভালোবেসেছিলাম শব্দের যাদুকরী
এক শেহেরজাদী,
লিখে দিলো সে হৃদয় ভাঙা এক
আরব্য রজনী ।
শেহেরজাদী তুমি আমার মন ভেঙ্গেছো,
শত রাত্রির গল্পে মিথ্যে বলেছো ।
সাক্ষী আমার মন,
বিশ্বাস ভাঙ্গা এই গল্প আরব্য রজনীর,
লিখেছো তুমি, লিখবে কখনো ভাবিনি ।
(১০.১২.২০২৪)