শহরে বসে কৃষকের দুঃখ
কতটুকু বুঝতে পারো ?
তার স্বপ্নগুলো, কতটুকু জানতে পারো ?
বৃষ্টির আশায় বটের ছায়ায়
অবসাদে নুয়ে পড়া ক্লান্ত দেহ,
প্রকৃতির মাঝে সবুজ মায়ায় জড়ানো,
সবুজ ছায়ায় পড়ে থাকা তার কষ্টগুলো,
কতটুকু বুঝতে পারো ?
নিরন্ন কালে ক্ষুধার জ্বালায়
গৃহহীন সর্বনাশী বন্যায়
অতি বৃষ্টি অতি খরায়
মহাজনী ঋণের বোঝায়
হাহাকারে চরাচর ভেসে যায়....
কতটুকু তার শুনতে পারো ?
শত রজনীর প্রার্থনায়
নতুন নবান্নের আশায়
নতুন স্বপ্ন লাঙ্গলের ফলায়
বুক বাঁধে আশায় আশায়
রক্তঘাম মাটিতে ঝরে যায়
কতটুকু তার পাশে দাঁড়াতে পারো ?
সেমিনারে, লেকচারে
নতুন কমিটি গঠন করে
শাশ্বত কৃষকের সংগ্রাম, তার দুঃখ মোচনে,
কবিতার সব শব্দ চয়নে
গল্প, গান আর চিত্রপটে
কতটুকু প্রকৃত আর ফোটাতে পারো !?
(১৪.০১.১৯৯৯ - ভোর ৪.৪৫, ২৪ রোজা)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)