জ্যামে বসে থাকতে থাকতে
ভুলে যাই আমার গন্তব্য
ভুলে যাই পরিচয় ;
দারুণ ক্রোধে এ মুখে আসে
"হারামজাদা শহর
আর কতকাল হবে
আমাদের আয়ু আর সময়ের অপচয়" !
পার হয় যুগ শেষ হবার চিহ্ন দেখিনা ;
সর্বত্র সংস্কার সাইনবোর্ডে নির্লজ্জ
লিখে রেখেছে দেশের দেবতারা,
আর জ্যামে আটক আমরা পড়তে থাকি তা
চিড়িয়াখানার অসহায় জন্তুদের মতো,

"সাময়িক অসুবিধার জন্য দুঃখিত" !

সারা শহরে সাপের মতো শুয়ে আছে
কংক্রিটের কঙ্কাল ;
মাঝে মাঝে মনে হয় রোমান কলাম
উন্নয়নে টালমাটাল ;
ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে
আমাদের শহরের কত ঐতিহ্যগত সৌন্দর্য ;
শহরের বুকের ওপর দৈত্যের মতন দাঁড়িয়ে
ধ্বংস করে দিয়েছে
আমাদের জীবনের সচলতা
আমাদের ধৈর্য  ;
ভুলেই গেছি কোনটা কীসের জন্য
তার প্রয়োজন ছিলই বা কত ?
যুগ পার হয় আমরা পিষ্ট হতে হতে
পড়ি রাজপথের দেয়ালে,
অক্ষম দেবতাদের ক্ষমা প্রার্থনা
অসহ্য টিটকারির মতো

"সাময়িক অসুবিধার জন্য দুঃখিত"!

(১৪.০৯.২০২২)