সাধারণের প্রবেশ নিষেধ
অসাধারণ কারা?
জনতার ভোটে অভোটে
ক্ষমতায় যান যারা ?
অথবা সাধারনের রক্ত নিংড়ে
ধনাঢ্য কুলীনেরা?
তারা কি তখন দেবতা !
আর সাধারণ হলো জনতা
প্রজা হয়ে যেন তুচ্ছ ঘাটের মরা।
ঐ রাস্তায় যাওয়া যাবে না
ওটা ঈশ্বরদের পাড়া !
বাস করবেন শুধু অসাধারণ
আর অস্পৃশ্য সাধারণেরা
বাইরে থাকবে তারা !
সাধারণ জনতার অপমান
ঈশ্বর কি বোঝে তখন ?
যদি বুঝতেন তবে কী করে রাখেন
এই অন্যায় বিভাজন !
সাধারণ জনতার দয়ায়
হয়ে পড়েন অসাধারণ
ভুলে গিয়ে সুখে ঝুলিয়ে রাখেন,
প্রবেশ নিষেধের
দাম্ভিক সতর্কীকরণ ।
(১৯.১১.২০২২)