কাওরান বাজারে অনুরাগ, সাকী কী ছিল কসুর ?
ঝরাও পারস্য ঐ দু'নয়ন থেকে সমবেদনা অশ্রুর,
খুঁজে দেখো এই হৃদয় বাগদাদে নেই অসত্য কিছুই
অথচ তকদিরে নাচে সাকী নাকচের নির্মম নুপুর।

(২৯.১২.২০২৪)