কাওরান বাজারে সৃষ্ট অনুরাগ কেড়ে নিল মিরপুর,
সে রাতে বাসের জানালায় কথারা অকথ্য ও মৃত্যুর
মতো ভেসে ছিল দ্রুতগামী অন্ধকারে, অক্ষম ওঙ্কারে
চেয়েছিল ভেঙ্গে বস্তুবাদী লোভ ফিরে আসুক সে হুর ।

(২৯.১২.২০২৪)