যাত্রী আমি গণ পরিবহনের, বাতিল বিরহী,
তুমি বস্তুবাদী শীতাতপ সুখী গাড়ির আরোহী ।
তবু আসে ফোন কল তোমার নিজের স্বার্থে,
আমি কথা বলি অতীত অনুরাগে নিঃশর্তে।

তোমার কন্ঠের স্বরে শুনি একদা সেই সমুদ্র,
কবিতার মন খারাপে যেদিন ছিলাম কাঙাল, ক্ষুদ্র।
নেই এখন সেই বসন্ত, কমলা রঙের আলো,
সে সৌন্দর্য আজ ছক কাটা দারুণ সাফল্য।

সনাক্ত করে বিরহ দ্বিধা হীন ছুড়ে দিলে অনুরোধ,
বাস থেকে নামতেই উঠলো হেসে লেনদেনের রোদ ।

(২৭.১২.২০২৪)