নিখিলেশ কে আমি চিনি না
তবে কোথাও যেন শুনেছি।
নীরাকেও আমি চিনি না
তবে বহু জন্ম যেন
সুনীল ভুবনে বেঁচেছি।
অবনী বাড়ী আছো ?,
বোলে, কড়া নেড়েছিল
শক্তি আমারও বাড়ি।
অমলকান্তির রোদ্দুর প্রতিদিন আসে,
তবে সে একবারও আসেনি ।
মিলনই মৌলিক সেটি খুঁজে খুঁজে
বিরহকাতরই থেকেছি।
মিসট্রেস কে আমি জানি না
তবে ফ্রি স্কুল স্ট্রিটে তার আর্দ্র পরাজয়ের
অভিশাপ আমি মেখেছি ।
লাবণ্য'র কথা রবি বলেছিল
বনলতার কথা জীবন
তাদের শিল্প বাঁচায়নি আমাকে,
আরো বৃদ্ধি করেছিল রক্তক্ষরণ ।
ভাত দে হারামজাদা,
নাহলে খাবো ছিঁড়ে সেই মানচিত্রে,
যেন বিষন্ন প্রলাপে বিমুখ হৃদয়ে
আজো আমরা হেঁটে চলেছি।
যুদ্ধে যাবার সে শ্রেষ্ঠ সময়ের পর
আমরা আর একবারও যেতে চাইনি।
পালা বদলের হুলিয়া নেবার
সেই হাহাকার বুকে আর আসেনি ।
আসাদের শার্ট থেকে আমার পরিচয়
এইসব ঋদ্ধ কলমের শৈল্পিক শ্রমের
কোনো মর্যাদা রাখতে পারিনি ।
আমরা ঢেউ তোলা দেহ রোজেনার মতো
অবুঝের সেই সমীকরণের সমীরে
হয়তো জীবন কাটাতেই পছন্দ করেছি ।
(১৫.১১.২০২৩)