রিকশাওয়ালা!
রোদে জ্বলে পুড়ে বৃষ্টিতে ভিজে
টানছো আমার দেহখানা;
যেনো টানছো মরণ টানে
জীবনের নির্মম সংজ্ঞা,
সংসার বৈষম্যে বাঁচার, দৈবলব্ধ যন্ত্রণা।
(২৮.০৬.২০২০)
***********************
ডাস্টবিন ঘেটে ঘেটে
মুখ থুবড়ে পড়া ঐ নাগরিক;
সুসভ্য সুবেশ নাগরিকের
যত নড়াচড়া, শত হা-হুঁতাশেও
বদলায় না দৃশ্যপট,
হয়না বিন্দুসম আনুভূমিক।
(২৯.০৬.২০২০)