ইন্দিরা গান্ধীর প্রতি-এর আবৃত্তি

মার্শাল ইফতেখার আহমেদ
আবৃত্তিটি ৩৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/১২/২০২৩, ১৭:০৭ মি:

প্রাসঙ্গিক

কবিতা ইন্দিরা গান্ধীর প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।

  • ৩০/১২/২০২৩, ১৭:০৮ মি:
    মহীয়সী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে আমি মন-প্রাণ দিয়ে ভালোবাসি। তার একটিই মাত্র কারণ, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমাদের বাংলাদেশ। পৃথিবীর একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মমতাময়ী মায়ের মতো লক্ষ লক্ষ অসহায় বাঙালিকে আশ্রয় দিয়েছিলেন, ব্যবস্থা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ট্র্যানিং ক্যাম্প, অস্থির হয়ে বিশ্বব্যাপী ঘুরে বেড়িয়েছেন বিশ্বজনমত গড়ে তোলার জন্য বাংলাদেশের পক্ষে। আমাদের মহান শেখ মুজিব এর সাথে তাঁর ছিল অপূর্ব সুন্দর রাজনৈতিক বন্ধুত্ব, যা আমার কাছে সাধারণ নর-নারীর বন্ধুত্বের মতোই সুমিষ্ট অনুভূত হয়। আমি যেদিন জন্মেছিলাম, সেদিন বাংলাদেশের আকাশে প্রথমবার উড়ে এসেছিল ইন্ডিয়ান বোমারু বিমান, ইন্দিরা গান্ধী সেদিন ৩রা ডিসেম্বর, অবশেষে আমাদের বাংলাদেশকে আরো দ্রুত মুক্ত হতে সাহায্য করার জন্য সুযোগ পেয়েছিলেন । সেই বিষয়টি আমার কাছে দারুণ রোমান্টিক, যেন ইন্দিরা গান্ধী আমার প্রেয়সী, সদ্য জন্মগ্রহন করা পরাধীন আমাকে মুক্ত করতে তিনি উড়ে এলেন আমার দেশের আকাশে। একটি কবিতা লিখেছি সেভাবেই। ইন্দিরা গান্ধীর ছিল একধরনের দারুণ সৌন্দর্য, যা সবাইকে মুগ্ধ করতো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তিনিও, ইন্দিরা গান্ধীর সেই সৌন্দর্যের প্রতি মুগ্ধতা কবিতাটির মাঝে প্রকাশ করেছেন। আমি প্রার্থনা করি, ইন্দিরা গান্ধী স্বর্গে খুব সুখে আছেন আর কল্পনা করি, মাঝে মাঝে মহান শেখ মুজিব এবং মহীয়সী শ্রীমতি ইন্দিরা গান্ধী স্বর্গ উদ্যানে তাদের আড্ডার মাঝে কোমল তৃপ্ত চোখে আমাদের সবুজ বাংলাদেশের শোভার দিকে তাকিয়ে আছেন। সবাই ভালো থাকুন। বাংলাদেশ চির বিজয়ী হোক।

    (৩০.১২.২০২৩)
Marshall Iftekhar Ahmed's recitation Recitation Of Indragandhir Proti published on this page.