রাষ্ট্র আমার প্রেমিকা নয়
যে চাইবো আমি অনুকম্পা !
এই রাষ্ট্রের মালিক আমি
চাটবে কুকুরের মতো আমার পা ।

অবাধ্য হলেই দেবো চটাস থাপ্পর
কেড়ে নেবাে হাড্ডি চাবানোর সুখ ।
আমার সেবার ভয়, চিন্তা, কর্মে
শৃঙ্খলিত একদম থাকবে নিশ্চুপ ।

এ রাষ্ট্রের কোনো অধিকার নেেই
সে আমার দাস, সব ক্ষমতা আমার।
জনতার সংজ্ঞা যদি এ না হয়
তবে রাষ্ট্রটা থাকার কী দরকার ?

(০৪.০১.২০২৩)