উদ্ধত হলে, হলে প্রশ্ন মুখর
অন্তহীন শাস্তি ।
অবনত থাকলে, থাকলে প্রতিবাদহীন
অন্তহীন শান্তি ।
এভাবেই ছিল না মুক্ত জীবন,
পূর্ণ মানবিক ক্ষমতার বাস্তবায়ন
ছিল ভীতি, ছিল বিভ্রান্তি,
বিশ্বাসের অস্থি মজ্জায়
ছিল না কোনোদিন প্রমাণিত স্বস্তি ।
(16.07.2023)