ছিল ওঁৎ পেতে হারামজাদা
টোপে গেঁথে মুক্ত রমণী শিকার ;
বিনা কষ্টে পেয়ে পায়ে-চাটা দাস,
রমণীও সঙ্গ-আনন্দে জেরবার ।
এরপর থাকে সে ধুরন্ধর
গায়ে পড়ে সবখানে !
যেখানে রমণী সেখানে সে
শয়নের ধান্দা মনে।
রমণীও চায় তাই নিয়ে যায়
কাছে দূর সব ভ্রমণে।
পুড়ছে রমণীর বন্ধু ব্যাখ্যা
কামনার নির্লজ্জ আগুনে।
(১৮.০২.২০২৩)