একদিন বুঝবে।

প্রাণের বাতাসে প্রলাপ উড়বে ।
দেখবে দুঃখের চেহারা ।
কেমন করে হাসে বিবরের মতো বিষন্ণতা ।
ঝরে কেমন করে রক্তের ফোঁটা টুপ টুপ,
হৃদয় নামের ভূখন্ড থেকে ।
মনের মাঝে জড়ো হবে মৃতের মতো নিথরতা ।

সেদিন খুঁজবে । পাও যদি, আমি পূর্ব ইতিহাস আঁকবো না ।

(৩০.০৪.২০২২)