শক্তির পিছে পিছে সহমতে চলি।
গোষ্ঠীর যাহা মত তাই আমি গিলি।
নিজস্ব মতবাদ, মেধা জ্ঞান নাই,
কবি নেতা যাই বলে সেই গান গাই।

কবিতার রূপ নিয়ে সে কী আহাজারি !
কিছুতেই ছিঁড়বে না প্রাচীনের দড়ি !
নতুনের জয়গানে ঘন্টার ধ্বনি
শুনে তবু পুরাতন, বলে উহা শনি !

"জীবনে"-রা ভেঙেছিল "রবি"-দের ঢঙ
সেটাকেও ভেঙে দিল "সুনীল" এন্ড গং ।
এভাবেই এগিয়েছে কবিতার ধারা,
তবু তাহা মানবে না পুরাতন গোঁড়া।

পাত্তাই দেয় না নতুনের যুগ,
প্রশংসার সুধা পান করে উপভোগ ।
পুরাতন জ্বলে মরে চাপড়ায় বুক,
"একঘরে" থাকে তবু থামে না তো মুখ ।

সময়ের সাথে যারা পাল্টাতে পারে,
তারা শুধু টিকে থাকে বাকি সব মরে।
উদারতা ছাড়া সব রক্ষণশীল,
ক্ষতি কার? বোঝে না তো এইসব চিল !

কিছুদিন পর পর চলে হেদায়েত,
নতুনের আঙ্গিকে ঝরে শুধু খেদ ।
কবিতা কখন হলো কোরান ও বেদ ?!
আধুনিক হেসে ওঠে আরো বাড়ে বেগ।

কবিতা লেখার রীতি নতুনেরও আছে ।
সেটা নিয়ে তাড়া করে পুরাতন পিছে ?
কখনো বলেছে তারা রবি নজরুল,
আজ আর কবি নয়, এই যুগে ভুল ?!

রবিদের পরে আজ সুনীলও অমর,
আজকের কবিরা সে পথেরই উপর ।
পুরাতনে ঈর্ষায় ছুঁড়ে শুধু শর !
কিছুতেই মানবে না নতুনের স্বর।

কীবা আর করা যাবে যদি নাহি বোঝে,
পাশাপাশি থাকা যায় কবিতার ভবে,
কবিতার পাঠে থাক মহা উদারতা,
থামবে না সময়ের কবিদের কথা।

করো যদি পাঠ তুমি সব কবিদের,
স্বাদ পাবে কবিতার পুরো বিশ্বের ।
পুরাতন নতুনের হোক বন্ধন,
মার্শাল অকবির তাই দর্শন ।

(১১.১১.২০২৩)

** মাত্রাবৃত্ত ছন্দ । পর্ব: ৬+৬+২ বা ৪+৪+৪+২
** ব্যবহার করা হয়েছে কিছু পুরাতন শব্দ-বাক্য ব্যঞ্জনা।
** পুরাতন রীতিসিদ্ধ কবি এবং ঐ রকম রীতি না মানা, আধুনিক কবিদের থাকুক সহাবস্থান এবং আরো প্রার্থীত, থাকুক একে অপরের কবিতা লেখার রীতির প্রতি গ্রহনযোগ্যতা আর সম্মান ।
** এই কবিতায় আমি যা সমালোচনা করেছি, সে অধিকার অর্জন করেছি, কেননা আমি পুরাতন রীতি-ব্যাকরণে কবিতা লিখতে সক্ষম, অর্থাৎ সে রীতির প্রতি আমার শ্রদ্ধা আছে, যার প্রমাণ আমার অনেক কবিতায় আছে।
** পুরাতন মানে ঐ অর্থে পুরাতন, যারা আজকের মতো আধুনিক/উত্তর আধুনিক ত্রিবৃত্তীয় ছন্দবিহীন কবিদের মতো কবিতা লিখবে না এবং আধুনিক কবি যারা, ত্রিবৃত্তীয় ছন্দ ব্যবহার না করেই, - অনুভব, রূপকল্প, রহস্য সৃষ্টি করা সুদক্ষ কবিতা - লিখে আজ জনপ্রিয় এবং গ্রহনীয়, তাদেরও গ্রহন করবে না, স্বীকৃতি দেবে না কবি হিসেবে, তাদেরই বলেছি পুরাতন। অবশ্যই তারাও আধুনিক, কিন্তু কবিতা রচনা রীতির গোঁড়ামি অনুসারে বলছি পুরাতন, প্রাচীন।