আমরা এই বাংলাদেশে
বাংলা ভাষার কথক এবং কবি।

আমাকে একজন বাঙালি মা
জন্ম দিয়ে,
দিয়েছিলেন এ বাংলা জন্মভূমি।
সালাম রফিক জব্বার
বরকত, আমার শরীরে বহমান
রক্তের চেয়েও দামি।
বাংলা ভাষায় করেছে তারা
আমাকে স্বাধীন মুক্তিকামী ।

আমার বেঁচে থাকার চারিদিকে
ঝরে যায় বাংলা ভাষা ঝিরিঝিরি...
দেয় বাংলা ভাষাতেই আশির্বাদ
বাংলাদেশের আকাশে ও বাতাসে
উড়ে চলে যত বাংলার ঈশ্বরী।

আমাদের শব্দ বাক্য প্রতিটি কবিতা
প্রত্যুষ থেকে রজনী প্রতিটি মুখের কথা
হয়ে ওঠে প্রতিদিনই
তোমার ও আমার জন্য একুশে ফেব্রুয়ারী।

আমরা কি ভুলিতে পারি ।

(০৬.০২.২০২৩)