তুমি কি সত্য বলতে পারো ?
সত্য যে সূর্যের মতো তুমি তো তারই নিচে বাঁচো।
তোমার শিরদাঁড়ায় কি জল তরঙ্গের মতোন
ভীতি বয়ে চলে সারাক্ষণ ?
তোমার সত্তার কোনো অংশই কি নির্মিত হয়নি
সাহস নামক ইস্পাত কঠিন উপাদানে ?
তুমি কি দাঁড়াতে পারো অন্যায়ের সম্মুখে
মহা পর্বতের মতো অনড়,
তেড়ে যেতে পারো গোয়াঁর ষাঁড়ের মতো ?
নাকি তুমি ফুল পাখি প্রেম, আকাশ বাতাস নক্ষত্র
নিয়ে পড়ে থাকা
কোনো চাবি দেয়া পুতুল ভুবনের অধিবাসী ?
সমঝোতা যেখানে বেঁচে থাকার সবচেয়ে
নিরাপদ পুষ্টিকর খাদ্য,
আর লেজ গুটানো কুকুরের মতো আনুগত্য
এবং ভীতু হরিণের মতো পলায়ন
জীবনের সর্বোত্তম সুখ।
অর্থাৎ তোমাদের অজান্তে তোমাদের দেহে
গবাদি পশুর মতো মোটা সূচে প্রবিষ্ট আজ
ভয়ংকর প্রতিবাদহীনতার অসুখ ।
(০২.০৭.২০২৪)