প্রতিটি সন্ধ্যাই আমাকে গ্রহন করে,
দেয় পরিয়ে বিষন্নতার পরিধান ।
প্রতিটি সন্ধ্যায় এক চতুর শেয়াল,
তোমার সত্তার সঙ্গ-সুধা করে পান।
প্রতিটি সন্ধ্যায় চতুরের পাতা ফাঁদে
ধৃত হও সুখে সঙ্গ হয় প্রতিদান।
প্রতিটি সন্ধ্যায় কেড়ে নেয় পরিচয়,
তোমার ও চতুরের সংবিধান।
প্রতিটি সন্ধ্যায় দাও চতুরকেই বিজয়
আমি খুঁজি প্রেম নিধনের উপাদান।
প্রতিটি সন্ধ্যায় ফুটপাত যেন ক্যানভাস
পায়ের আঘাতে একেঁ দেই অভিমান।
প্রতিটি সন্ধ্যাই যেন ধূসর ঈশ্বর
শুনি ক্রুর তাঁর নিঃসঙ্গতার বিধান ।
(১৮.০৫.২০২৪)