(১)
রক্তে আঙুলে কবির কলমে এ বিশ্বজগতের প্রতি শুধু প্রেম ।
তবু সাকী কেনো কবির কপালে দুশমনি তকদির এঁকে দেন !
কবিদের কাটে নির্ঘুম রাত সুরা আর সুরাহা খুঁজে খুঁজে,
তবু সাকী বদ্ অভিযোগ ওঠে বড় বেতমিজ কবিদের লেনদেন ।
(২)
প্রকৃতির কাছে যেতে হবে না কবি সিরাজুল এর কাছে যাও।
আয়নার মতো বর্ণনা পড়ে প্রকৃতির উৎসব সুধা মেখে নাও ।
এমন দক্ষ প্রকৃতির কবি মুগ্ধ আমরা লা জওয়াব !
প্রকৃতির সুরা-পান করো সাকী কবিকে দিল্ নজরানা দাও।
(১৫.১১.২০২৩)
উৎসর্গ : কবি মোঃ সিরাজুল হক ভূঞা। কিছু বলার দরকার নেই। কেন উৎসর্গ করেছি, তা কবিতা আসরে কবির ঘরে গেলেই প্রমাণ পাবেন । বাংলাদেশের সমস্ত প্রকৃতি যেন ফুটে আছে কবির কবিতার তালিকায়। এমন অসম্ভব দক্ষ এবং নিবেদিত প্রকৃতির কবি আমি এই কবিতার আসরে খুঁজে পাইনি। অন্য কোথাও, তাও মনে হয় নেই । প্রিয় কবি, আপনাকে সালাম ।
** এখানে প্রথম রুবাইয়াতে দুইবার এবং দ্বিতীয়টিতে একবার "সাকী" ব্যবহার করেছি। গতকাল সাকী'র অর্থ বলেছি। মোট তিনবারে, দুই বার এক অর্থে এবং একবার অন্য অর্থে বসিয়েছি। ধরতে পারবেন কী?🌷