দেখেছো কখনো ?
ধী-সমৃদ্ধ লেখা পাঠে লাইক কেয়ার লাভ
তুলনামূলক ক্ষীণ।
অন্যদিকে,
প্রোফাইল পিকচারের আপডেটে কী যে বন্যা !
যেহেতু দেহ সর্বস্ব ও মগজহীন ।
তুমি,
দর্শন কপচাও নির্মোহতার অথচ
পুনর্নিশ্চিতকরণ মাঝে মাঝেই যে সৌন্দর্যের চাও !
তুমি যেন, "মিরর মিরর অন দ্য ওয়াল"
রূপকথার রাণীর মতো সেই গোপন লালসা
জৈবিক চাপে প্রকাশ করতে বাধ্য হও ।
(২৯.০৩.২০২৪)