(১)
চার কোণাতে চারটে প্রদীপ জ্বলে তোমার ঘরে,
সেই প্রদীপের শুদ্ধ আলো তোমার মুখে পড়ে ।
প্রদীপ তলে অন্ধকারে একটু জাগে ভয়,
প্রদীপগুলো নেভে যদি হঠাৎ কোনো ঝড়ে ?
(২)
বাহুল্য সুরের শত শত মূর্ছনায়
নিজেকে মানুষ কত ভাবে না হারায়
মূল সুর থেকে ছিন্ন হয়ে ভাসে
একদিন থামে সে উদ্ধারের প্রার্থনায় ।
(৩১.০৮.২০২০)