আমি প্রত্যাখ্যাত তবু প্রবল মানুষ,
গল্পের শুরুতেই রূপকথার মতো
শহর আমাকে বন্দী করে নিলো ।
আমার দু'হাত থেকে খুলে নেয়া হলো
একে একে পাহাড় সমুদ্র
অরণ্যের অনিন্দ্য আকাঙ্খা,
মুছে দেয়া হলো যত নদী আর নারীর আভাস ।
রূপকথার মতোন উদ্ধার আমার নেই
নেই সে চির সুখের বসবাস ।
তবু আমি প্রবল মানুষ যার অঙ্গাবরণ অবজ্ঞা
অস্বীকার আর অভিশাপ,
এবং গল্পের শেষ পর্যন্ত
মাথার উপর থাকবে ঝুঁকে এক বিব্রত আকাশ।
(১৬.০৬.২০২৪)