ভেসে যায় সব ক্রােধ
ভেঙ্গে পড়ে অবরোধ ।
যদি তুমি আসো, একটু হাসো ।
উড়ে যায় বিষন্নতা
জীবনের কদর্যতা

প্রিয়তমা, প্রিয়তমা
ভুলে গিয়ে আমি হই শুধু তোমার ।

ভুলে যাই সব শোক
চোখেতে চমক ।
তোমার আঙুল
ফোটায় কত ফুল__ হৃদয়ে ।
ধুয়ে যায় সব মলিনতা
জীবনের অশ্লীলতা

প্রিয়তমা, প্রিয়তমা
ভুলে গিয়ে আমি হই শুধু তোমার ।

অসময়ে উৎসব, আরক্ত অনুভব
যদি তুমি আসো, শুধু ভালোবাসো ।
রূপালী রাতের হাওয়ায়
এই মন শুধু পথ হারায় ।

প্রিয়তমা, প্রিয়তমা
ভুলে গিয়ে সব আমি হই শুধু তোমার ।

(১৪.০৩.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)