এই পৃথিবী বহু আগেই বিকলাঙ্গ
ধর্ম ও জাতিগত বিদ্বেষে ।
জীবন অলংকৃত করে রাখা
অকার্যকর সব দর্শন,
আদর্শ আর বিশ্বাসের উপর ভেসে ভেসে
গ্লানিহীন অধিকাংশ স্বার্থপর
ঘোষণা করে এ জীবন সুন্দর
নিজেদের নিরাপদ জীবনগুলোতে
কামুক নির্বোধের মতোন হেসে হেসে ।
(০৬।০৪।২০২৪)