কর্ম তুমি ব্যস্ততার অমাবস্যা অন্ধকার হয়ে আসো
কর্মের কুহরে এ চির বন্দীত্বকেই ভালোবাসো
প্রেমের লেনদেনে বণিকেরা সকলে হয় না বীর
প্রেমহীন নৃপতির মতো ক্রুদ্ধ আনন্দেই হাসো।

(০৭.০২.২০২৩)