প্রেম কখনো মরে না ;
কিছু হয়তো নেয় নদী ও'র নিজের জলে,
কিছু তুলে নেয় আকাশ মেশায় নীলে,
কিছু ওড়াতে থাকে
দিশেহারা বিহঙ্গের মতোন বিবাগী বাতাস,
আর কিছু ভার করে রাখে
অনন্ত সময় ধরে হৃদয় আর শ্বাস ।
প্রেম কখনো মরে না ;
কিছু নিশ্চুপ হয় আমাদের দর্শনে,
কিছু আহত হয় আমাদের অহংকারে,
কিছু ক্লান্ত হয়
আমাদের যুক্তির পর্বত খুঁড়ে খুঁড়ে,
কিছু পাঠ করে বিভোর হয়ে
প্রেমের তুলনামূলক সংজ্ঞা ও সমঝোতাকে,
কিছু কান চেপে ঘুমাতে চায়, কথার পরিবর্তে
আমাদের তর্ক, অনিচ্ছা আর অসম্মতিতে,
কিছু ঘুরে বেড়ায় কষ্ট আর হাহাকারে,
কিছু কী যেন খুঁজে বেড়ায় ছুটে চলা
হরিণ হরিণীর মতো প্রেমের খেয়ালী অরণ্যে।
তারপর ঘর পালানো বালকের মতো
ফিরে আসে প্রেম ;
অভিমানে মাথা নিচু করে
আবার কড়া নাড়ে অনুভূতির সকল দরজায়;
আমরা চুমু খাই আদর করি
জড়িয়ে ধরি বারে বারে ।
ভুলে যাই সহজেই সুখে
হারিয়েছিল কী কারণে প্রেম
আমাদের অনাদরে।
আবার কখনো কখনো আমরা কেউ,
ক্রুদ্ধ ক্রুর সম্রাট অথবা সম্রাজ্ঞীর মতো
ফেলে রাখি ভেঙে যাওয়া প্রেম
নিঠুর নির্বাসনে ;
কোনো অজুহাতেই আসতে দেই না ফিরে,
যেনো সে পুরোনো প্রেম নতুন করে
হৃদয় ভাঙার দুঃখ না দিতে পারে।
তবু প্রেম থাকে নিভৃতে অমর
জীবনের সকল সমরে ।
(২০.০৯.২০২২)