তাহলে তুমি আমি দুজনে
দুখের প্রতিযোগী ।

অথচ তোমার দুখের জ্যোতি
ঘিরে থাকে
পতঙ্গের মতো অগণিত সঙ্গী-সাথী।

তুমি উঠে দাঁড়াতে পারো
যেতে পারো সহজেই
শত আড্ডার কত ভ্রমণের আনন্দ মঠে
তোমার দুখের বোঝাটি কী করে যেন
মিঠে হাওয়া হয়ে যায় মুহূর্তেই
সমৃদ্ধ সব নর-বন্ধুদের যাদু মাখা হাতে।

তবে আমার শুধু পড়ে থাকা প্রতিদিন
বারবার ভেঙে পড়া বৃক্ষ শাখার মতো
অতি আবেগের অহেতুক কিছু
কবিতার শব্দাবলীর সাথে।

চঞ্চলতা ও মুগ্ধতা তোমার
দেখি যখন বন্ধু সমাগমে
তখন তোমার দুখের বিবৃতি
অজগরের মতো ধীরে ধীরে
গ্রাস করে আমার বিভ্রান্ত হৃদয়টাকে।

প্রেম যেন এক ক্ষুধার্ত সিংহ
এক লহমায় সাবাড় করে দেবে
হরিণ শাবকের মতো তোমার স্বাধীনতাকে।  

(১৪.০৩.২০২৩)