ঐ যে মেয়েটিকে দেখছো,
খুব রঙিন একটি পাখির মতোন ছিল
সে একদিন ।
সারা আকাশে উড়ে বেড়াতো দিনমান ।
জীবনের আনন্দ খুঁজে নিতে
তার পঞ্জিকা জুড়ে থাকতো কত রকমের অভিযান ।

তারপর একদিন
মানব সমাজের সহ্য হলো না,
তাদের রক্ষণশীল ঝড়কে করলো আহবান।
ভেঙে গেল মেয়েটির পাখা,
নিভে গেল মেয়েটির অবয়ব জুড়ে থাকা
সে কী সুন্দর জ্যোতির্ময় সেই আলো।
এরপর থেকে গল্প মুখর সহাস্য সে মেয়ে
নিস্তরঙ্গ, নিশ্চুপ, শীর্ণ নদীর মতোন
হয়ে পড়লো ম্রিয়মাণ।

তবে মেয়েটি যদি তোমার চোখে চোখ রাখে,
শুনতে পাবে অশরীরীর মতোন
কেউ গুণ গুণ করছে,
প্রাচীন প্রথার শেকল ভাঙার গান।

(২৫.১০.২০২৩)