বলো, কিছু কি অনুভব করো ?

বিশ্বাস করি করো ।
তবে তোমার আছে হাতের ভোজবাজি
তুলে দিতে পারো দেয়াল ।

আর আমি, বোকার মতো অনুভব করি
কোনো পেশাদার যাদুবিদ্যার সুরক্ষা ছাড়াই,

ফলে অসহায়ভাবে পতিত হই নিরন্তর আমি ।

(১২.০৩.২০২৫)


আমার মূল ইংরেজী:

Tell me, do you feel anything ?

I believe you do.
But you possess the sleight of hand
to put up a wall.

And I, feel like a fool
without any professional magic
to protect me,

and I always helplessly fall.

(11.03.2025)

Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2025