সিনথিয়া,
তুমি ছিলে আমার কৈশোরে
এক আলোকিত রূপের আধার।

অথচ বছরগুলো পেরিয়ে দেখি আজ
ভরে আছে তোমার চিঠির ভুবনে
পথহারা সব রাতের মতোন অন্ধকার।

(২৩.০৮.২০২৩)