পশ্চিমে তাকালে
আমি এক অবসানের মুখশ্রী দেখে হেসে উঠি।
পুর্ব দিকে শুনে যাই আজো
প্রতিহত করে রাখা সময়ের উৎসব ধ্বনি ।
দক্ষিণের ডাকে হাহাকারে খুঁজেছি,
খুঁজেছি শুধু নদীর মতো কোমল হাত,
শহরের শৃঙ্খল ছিঁড়ে নিয়ে যাবে আমাকে,
নিয়ে যাবে হায় ! কোনো পূর্ণতার অভিযানে ।
উত্তর দিকের দিনগুলো আমাকে দেয়
ঘামহীন শীতল সন্ধ্যা আর নিঃসঙ্গতার আদর,
জাপটে ধরে রাখে কবিতা দিয়ে অথচ
ব্যর্থ কবির বিষন্নতায় ঘিরে ।
অতএব মাঝে মাঝে আমি তাকাই পশ্চিম দিকে
হালকা অভিবাদন করি হেসে
অবসানের রহস্যময় মুখশ্রীকে ।

(১৭.০৬.২০২৪)