আমার এখানে, তোমাদের মতো
প্রচুর সংখ্যায় এতজন কেউ নেই ।
দেখছো না ?
কেননা, আমার কবিতারা
দুর্ভাগ্যজনকভাবে ঋণাত্মক হয়
অনর্থ ও দূরত্ব সৃষ্টিতেই ।
কেউ পড়লো কি পড়লো না
নেই সেরকম কোনো আশা অথবা দুরাশা,
তবে তুমি দেখলেই,
পড়ে যদি একটুও হেসে ওঠো
ঈশ্বরীর মতো করুণায়
দুই ভাগ করে নীল রাগের সমুদ্র,
তবে সেটিই পরম আরাধ্য স্বীকৃতি জেনো
কোনো এক হঠাৎ স্বপ্নে দেখা
আলিঙ্গন মধুর স্পর্শের মতো....
এরপর বলে দিতে পারি
কারো কাছে কোনো দাবী নেই।
(০২.০৩.২০২৫)