কতবার আঘাতের পর সমর্পিত সত্তা
যায় পড়ে ?
তবু দেখো, আঘাতে আঘাতে মুখরিত
এই সত্তা এখনও দাঁড়িয়ে !

হয়তো দেখবো যেদিন উপলব্ধি তোমার
উড়ছে বিষন্ন পাখির মতোন
বোধের আকাশে সামান্য গ্লানিতে,
সেদিন তুমি নও
আমিই নিজেকে হেনে দেবো অন্তিম আঘাত
পড়ে যেতে পরাজয়ের মাটিতে ।

(০২.০৪.২০২৫)