এ শহর আমায় ক্লান্ত করে,
প্রতিক্ষণে স্বপ্নগুলো চূর্ণ করে ।

যদিও তুমি আছো এ শহরে,
তোমাকেও যেনো কে নিতে চায় কেড়ে !

নিঃশ্বাসে নেই বিশুদ্ধ বাতাস
ঝাপসা চোখে চাঁদ,
কে যেন পেতে রেখেছে আমারই
পরাজয়ের ফাঁদ !

দিশেহারা এই মন ক্লান্ত ভিড়ে
পরাজিত চোখে অশ্রু ঝরে ।
যাবো কি ফিরে তোমারই কাছে ?
পাবো কি, এই মন যা চাইছে ?

নাকি তুমিও ফিরিয়ে দেবে আমাকে !


(২১.১০.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)