(১)
শুদ্ধ ভেবেছিলাম, গোলাপ পাপড়ি লালটি ।
তবে নাকি দেখলে শনি,
তুমিও দাও দারুণ চোখ পাল্টি !
(২)
পয়গম্বরের মতোন প্রেমিকা তুমি,
তুমি যে আহা সবার !
একা একদিন কাঁদার জন্য তৈরী রেখেছি মিনার ।
(৩)
বন্ধু সংগ্রহে উদার তুমি
মানুষ চেনার অর্থবহ বসবাস,
তবে এই ফাঁকে প্রাপ্তি হয়ে যায় কিছু
বাঁধা-ছাদা করা প্রেমনিষ্ঠ দাস ।
(৪)
তুমি যদি হও,
বৈষম্য সুস্বাদু এই জীবনের মহা আপ্লুত খাদক,
তবে আমি হবো,
তোমার শিল্প বিলাসী মুখ-অবজ্ঞার
দারুণ বিধ্বংসী বাদক।
(৫)
আক্ষেপে অথবা আক্রোশে যত জঘন্য হতে দেখো,
তত চলে যাচ্ছি দূরে আর প্রেমটাও কী আশ্চর্য
হচ্ছে আরো অমর আরো অক্ষত।
(১২.০৭.২০২৪)