বিহঙ্গ জাতিরে কইছিলাম আমি
আমারে দুইখান পক্ষ দাও।
পক্ষ লভিলে উড়িবো আমি
টানিব না আর জীবন বাও।

নাহি নেবো আর মাটির পরশ
যেথা করে ঐ মানুষেরা বাস।
প্রেম কাকে বলে জানিল না আজো
শুধু জানিল হৃদয় নাশ।

(১৮.০২.২০২৩)